রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৫০ মামলা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪৩৯টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ১১১টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।



