পুলিশের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দে আরও গ্রেপ্তার ২
রাজবাড়ী প্রতিনিধি :
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি-সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই মামলার মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার দিরাজতূল্লাহ মৃধা ডাঙ্গী গ্রামের মৃত মকলেছুর রহমান মৃধার ছেলে মো. হায়াত আলী মৃধা (২৯) ও নতুন পাড়া (মাল্লাপট্টি) এলাকার মো. শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২)।



