Logo
Logo
×

আইন-আদালত

এজলাসে সাংবাদিকের ওপর হামলার নিন্দা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

এজলাসে সাংবাদিকের ওপর হামলার নিন্দা

ছবি-সংগৃহীত

ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর আইনজীবীদের প্রকাশ্য বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এসআরএফ তাদের বিবৃতিতে উল্লেখ করে, আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর প্রকাশ্য এ হামলা কেবল গণমাধ্যমের স্বাধীনতা নয়, সাংবিধানিক সংবাদ সংগ্রহের অধিকারেও সরাসরি আঘাত। এতে আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

এসআরএফ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা ও আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন