Logo
Logo
×

আইন-আদালত

লতিফ সিদ্দিকীসহ ৭ জনের জামিন আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

লতিফ সিদ্দিকীসহ ৭ জনের জামিন আবেদন

ছবি : সংগৃহীত

ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাতজন আসামি জামিন চেয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কায়েস আহমেদ অর্নব জামিন আবেদন করেন। তিনি জানান, দুপুরে জামিন শুনানি অনুষ্ঠিত হবে এবং তিনি আশাবাদী যে আসামিরা জামিন পাবেন।

জামিন আবেদনকারী অন্য আসামিরা হলেন—গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার এবং আব্দুল্লাহীল কাইউম।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় আত্মপ্রকাশ করে। সংগঠনটি ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠক চলাকালে একদল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে, স্লোগান দিয়ে সভাস্থলে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেন। তারা ব্যানার ছিঁড়ে ফেলেন, অতিথিদের লাঞ্ছিত করেন এবং কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন।

পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

অপর আসামিদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহ আল আমিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন