Logo
Logo
×

আইন-আদালত

বিচারপতি খুরশীদ আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ মঙ্গলবার আদালতে উঠছে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

বিচারপতি খুরশীদ আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ মঙ্গলবার আদালতে উঠছে

ছবি-সংগৃহীত

অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচার কাজ থেকে বিরত থাকা সেই বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জাানা গেছে। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হলে কি হবে তা আদালতের বিচারকরাই ভাল বলতে পারবেন।

হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিএনপি-পন্থি আইনজীবীদের একটি অংশ। সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে বলা হয়, বিচারপতি খুরশীদ আলম সরকার আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে পক্ষপাতমূলক রায় দিয়েছেন এবং বিচারকের শপথ ভঙ্গ করেছেন। তাঁরা দাবি করেন, বিচারপতি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবিত হয়েছেন, যা আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে।

এ প্রসঙ্গে প্রধান বিচারপতির দপ্তরের একজন কর্মকর্তা জানান, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তা পর্যালোচনা করা হবেঅভিযোগ প্রমাণিত হলে সাংবিধানিক বিধান অনুসারে ব্যবস্থা নেয়া হতে পারে।

তবে বিচারপতি খুরশীদ আলম সরকারের ঘনিষ্ঠ আইনজীবীরা অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাঁদের দাবি, বিচারপতি সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থেকেছেন।

আইনজীবী মহলে এ ঘটনাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের অভিযোগ আদালতের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে সুরাহা করা জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন