আমতলীতে গাছ কাটার ঘটনায় আসামী গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম
আমতলী উপজেলার চুনাখালী বাজার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের গাছ কেটে নেয়ার ঘটনায় জলিল বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করা হয়েছে।
জানাগেছে, ১৯৬৮ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার চুনাখালী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছেন। ওই বাঁধের দুই পাশে তারা মেহগনি, রেইন্টি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। পটুয়াখালী গৃহায়ণ ও গণপুর্ত অধিদপ্তরের অফিস সহকারী মো. রুবেল হাওলাদার তার গ্রামের বাড়ী চুনাখালী বাজার স্লুইজগেট সংলগ্ন এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক গাছ জলিল বেপারীর কাছে এক লাখ টাকায় বিক্রি করে দেন।
শনিবার জলিল বেপারী ও তার সহযোগীরা গাছ কাটা শুরু করেন। সোমবার রাতে তিনি ট্রাকে করে ওই গাছ নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার রাতে আমতলী থানায় বরগুনা পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আলমগীর হোসেন ঘটনার সঙ্গে জড়িত রুবেল হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মামলা দায়ের করেছেন। ওইদিন রাতেই পুলিশ আসামী জলিল বেপারীকে গ্রেপ্তার করেছে। বুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
মামলার বাদী আলমগীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করলে কেউ আর সরকারী জমির গাছ কাটার সাহস পাবে না। অন্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত জলিল বেপারী নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে।



