Logo
Logo
×

আইন-আদালত

নওগাঁয় শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

নওগাঁ প্রতিনিধি :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

নওগাঁয়  শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ছবি-সংগৃহীত

নওগাঁয় সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, ভুক্তভোগীর পরিবার পত্নীতলা উপজেলায় একটি বাসায় ভাড়া থাকতেন। অভিযুক্ত আব্দুস সালামও পাশের একটি বাসায় থাকতেন এবং ভাঙারির ব্যবসা করতেন। পরে মাদরাসায় যাওয়া-আসার পথে ওই মেয়েকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন ও হয়রানি করতেন সালাম।

একপর্যায়ে ২০২২ সালের ১১ জুলাই বিকালে একটি বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়ার একটি বাসায় আটকে রাখে। একইসাথে একাধিকবার ওই মেয়েকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধারসহ সালামকে গ্রেফতার করে।

এদিকে তদন্ত শেষে পুলিশ সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেয়। 

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন,তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন