Logo
Logo
×

আইন-আদালত

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুদকের অভিযান

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুদকের অভিযান

ছবি-সংগৃহীত

ব্যাপক অনিয়মের অভিযোগে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক অভিযান পরিচালনা করেছে ।

৩৩৪ কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বিভিন্ন দুর্গম এলাকায় টিউবওয়েল বসানোতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় দুদক এ অভিযান পরিচালানা করেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার সকাল দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছেন ।

অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন। এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তলব করে।

জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী ফাইলপত্র দেখান। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সওয়ার হোসেন ও বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান আমরা পুরো প্রকল্পের ফাইল পত্র দেখেছি। এইটি একটি চলমান প্রকৃয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন