Logo
Logo
×

আইন-আদালত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অপর দুই জন হলেন- নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির হননি। রোববার আমরা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

অনলাইন নিউজ পোর্টাল সকাল-সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম ২৬ মে মামলাটি করেছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে চাকরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। কোম্পানির কাছে দীর্ঘ দিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পাওনা হন। ওই টাকা পরিশোধবাবদ তাকে ১০টি চেক প্রদান করা হয়। যার মধ্যে দুইটি চেক নগদায়ন করা হয়। অপর ৮টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার। দুইটি চেক নগদায়নের রাহেনুর ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুগদা শাখায় জমা প্রদান করেন। চেকগুলো গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজ অনার হয়। গত ৮ এপ্রিল তিনি আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান। তাদের অবহিত করা হয়, চেকগুলো যেন অনার হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এখন পর্যন্ত আংশিক পাওনা টাকা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন