Logo
Logo
×

আইন-আদালত

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

 চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা  আল আমিনকে (৪১) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী পুলিশ। আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার রিয়াজুল হকের ছেলে এবং ডিএসসিসির ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রায়েরবাগ এলাকায় খুন ও সহযোগিতার অপরাধে গত বছর ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলযজ্ঞসহ বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পাশাপাশি মুন্সিগঞ্জ থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ মুন্নার ছত্রছায়ায় তিনি এলাকাবাসীদের জিম্মি করে নানা অপকর্ম করেছেন। এমনকি সড়ক ও জনপথের জায়গা দখলে নিয়ে দ্বীতল ভবন নির্মাণ করে হোটেল ব্যবসা চালিয়েছেন। এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে বিভিন্ন সেক্টরে সারাবছর চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে মামলাও করেছে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা

আল-আমিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টার পর কুখ্যাত আল-আমিনকে গ্রেপ্তার করতে পেরেছিবৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে আগামী সোমবার তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে অপরাধের শেষ নেই।‘

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন