Logo
Logo
×

আইন-আদালত

রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্রের মজুদ, আটক ৩

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্রের মজুদ, আটক ৩

ছবি-সংগৃহীত

রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসিরুল আলম অনিন্দ্যসহ তিনজনকে আটক করা হয়েছে। অনিন্দ্যের কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার ভোর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকার “ডক্টর ইংলিশ” নামের কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। আটকরা হলেনমোন্তাসিরুল আলম অনিন্দ্য, তার সহযোগী মো. রবিন ও মো. ফয়সাল। অনিন্দ্য একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন।

অভিযান চলাকালে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারাল ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, বিপুলসংখ্যক কার্টিজ, সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার সেট, নগদ অর্থ, দেশি-বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট একটি শক্তিশালী বিস্ফোরক নিষ্ক্রিয় করে।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরে সেনাবাহিনীর পাশাপাশি মহানগর পুলিশ, সিআইডি ও ক্রাইসিস রেসপন্স টিমও অভিযানে যোগ দেয়। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের সহযোগীদের বাড়ি ও আশপাশের ভবনেও তল্লাশি চালানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, অনিন্দ্য সাধারণ কোনো অপরাধী নয়; বরং বড় ধরনের অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার অস্ত্রগুলোর ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে এগুলো পূর্বে কীভাবে ব্যবহার করা হয়েছে।

অভিযান শেষে আটক তিনজনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, কোচিং সেন্টারের আড়ালে তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা করে আসছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন