Logo
Logo
×

আইন-আদালত

জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

ছবি-সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনসহ অর্থপাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ‘২০০০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর ও ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন জয়। তার বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। সেই হিসাবে তার অবৈধ সম্পদের পরিমাণ ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকায় দাঁড়িয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে জয় অসৎ উদ্দেশ্যে এসব সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। এ ছাড়া হুন্ডি ও অন্যান্য মাধ্যমে ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা বিদেশে পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি ক্রয় বা বিনিয়োগ করেছেন।‘

আক্তার হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৫৪ কোটি টাকার দুটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। যা আয়কর নথিতে দেখানো হয়নি। এ ছাড়া তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার সন্দেহজনক লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুদক।’

পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে করা মামলাটি বিচারকাজ চলমান রয়েছে আদালতে। এরই মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ ছাড়া বিদেশে ৩০০ মিলিয়ন ডলার পাচার ও সিআরআইয়ের নামে অর্থ লুটপাটসহ একাধিক দুর্নীতির তদন্ত চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন