Logo
Logo
×

আইন-আদালত

১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল রাজউকের ঝিলমিল প্রকল্পে

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম

১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল রাজউকের ঝিলমিল প্রকল্পে

ছবি-সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়ি চালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দ দেয়া প্লটের অনুমোদন বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব বরাদ্দ বাতিলের নির্দেশ দেয়া হয়।

মোট সাতটি প্লটে বরাদ্দ পাওয়া ১৫ চালকের মধ্যে আছেনমো. বোরহান উদ্দিন, মো. বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. নুর হোসেন ব্যাপারী, মো. মাহবুব হোসেন, মো. শাহীন, মো. মিজানুর রহমান, মো. বাচ্চু হাওলাদার, মো. নুরুল ইসলাম, মো. রাজন মাদবর, মো. নুরুল আলম, মো. নুরনবী ও মো. শাহীন।

মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়ি চালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

সূত্র আরো জানায়, তাদের দাখিল করা প্রতিবেদনে দেখা যায় যে, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাদের নামে প্লট বরাদ্দ করে। এ ঘটনায় গঠিত দুইটি তদন্ত কমিটি প্রতিবেদনে বরাদ্দ বাতিলের সুপারিশ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন