Logo
Logo
×

আইন-আদালত

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, মামলা বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, মামলা বাতিল

জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত প্রত্যাহার করেছে। মামলা প্রত্যাহার করার কারণে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত এ আদেশ দেন। মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলাটি প্রত্যাহার করেন।

বুধবার (১৩ আগস্ট) মামলাটিতে জিএম কাদেরের পক্ষে নিযুক্ত আইনজীবী মনোয়ার হোসাইন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি প্রত্যাহারের আবেদন গত ২ আগস্ট করা হয় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পক্ষ থেকে।

এর আগে ৩০ জুলাই জাপার অব্যাহতি প্রাপ্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ নেতা মামলা দায়ের করেন, যেখানে জিএম কাদেরের ওপর সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়েছিল। মামলায় বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন। ২৮ ডিসেম্বর জিএম কাদের সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ দলটির প্রেসিডিয়াম সদস্যসহ ৭ জনকে, পরে আরও ৩ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। এই ঘটনায় ১০ জুলাই মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন বাদী হয়ে মামলা দায়ের করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন