বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চায়না লেসো গ্রুপকে জমি হস্তান্তর
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম
ছবি-সংগৃহীত
গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি প্রায় ৩২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চীনের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান চায়না লেসো গ্রুপের কাছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১২.৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। সোমবার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের বেজার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি প্রায় ৩২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে। এখানে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) পাইপ, পলিইথিলিন ক্রস-লিঙ্কড (পিইএক্স) পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, রান্নাঘরের উপকরণ, দরজা-জানালা, পানি পরিশোধন যন্ত্র, জলরোধী উপকরণ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, তার, আলো, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
চায়না লেসো গ্রুপ বিশ্বব্যাপী এ খাতে পরিচিত একটি প্রতিষ্ঠান। বর্তমানে বছরে তাদের আয় প্রায় ৯৭৪ কোটি মার্কিন ডলার এবং কর্মী সংখ্যা প্রায় ২০ হাজার। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে।



