Logo
Logo
×

আইন-আদালত

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ আসামি ২ দিনের রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ আসামি ২ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৯ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন।

এর আগে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে সাতজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

কমিশনার বলেন, হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। তিনি আরও জানান, হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে, সিসিটিভি ফুটেজসহ অধিকাংশ প্রমাণ পুলিশের হাতে রয়েছে। ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পিএম রিপোর্ট পাওয়ার পর দ্রুত চার্জশিট দেওয়া হবে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—প্রধান আসামি কেটু মিজান, যার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, যিনি হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত, আল আমিন, স্বাধীন, শাহজালাল, ফয়সাল হাসান, সাব্বির এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর গাজীপুরে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পেটের দায়ে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নানা অপকর্মও চলছে। ফোর্সের ঘাটতির কারণে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন