গোমতী নদীর তীরের অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
ছবি : সংগৃহীত
গোমতী নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে আদালতকে অবহিত করতে হবে। রিটকারী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়ার পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি ও সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।
রায়ের পর রিটকারী একলাছ উদ্দিন ভূঁইয়া আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই আদেশের মাধ্যমে নদী রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। আশা করছি, দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।”



