Logo
Logo
×

আইন-আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়, যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচার চলছে। মামলার অন্যান্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন তার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন, যা অনুমোদিত হয়েছে।

গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর ৩ আগস্ট সূচনা বক্তব্যের দিন ধার্য করা হয়। প্রসিকিউশন সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, পরিকল্পিত গণহত্যা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, আন্দোলনকারী ছাত্রদের হত্যা এবং নিরীহ জনগণকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ।

এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনাল তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। অন্য মামলাগুলোর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১২ ও ২৪ আগস্ট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন