Logo
Logo
×

আইন-আদালত

হত্যা মামলায় সোলায়মান সেলিমের ২ দিনের রিমান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম

হত্যা মামলায় সোলায়মান সেলিমের ২ দিনের রিমান্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম আল ফায়দি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানির সময় তিনি বলেন, সোলায়মান সেলিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে এবং তার ব্যক্তিগত তথ্য যাচাই করা হয়েছে। সেক্ষেত্রে আবারও রিমান্ডের প্রয়োজন নেই।

রাষ্ট্রপক্ষের প্রতিনিধি ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদ বলেন, মামলাটি হত্যা সংশ্লিষ্ট। এখনও আলামত উদ্ধার হয়নি এবং এ ঘটনায় অন্য কারা জড়িত তা চিহ্নিত করা যায়নি, এজন্য রিমান্ড অত্যন্ত জরুরি।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা। বিকেল পৌনে তিনটায় শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী এলেম আল ফায়দি বাম চোখে গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন