
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৫৭

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯৫২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ৫০৫ জন অন্যান্য অপরাধে জড়িত।
রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করে। এ সময় একটি দেশীয় এলজি ও একটি রিভলবার উদ্ধার করা হয়
পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।