Logo
Logo
×

আইন-আদালত

শেখ রেহানার ছেলে ও স্বামীর ৩৫৪ শতাংশ জমি জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

শেখ রেহানার ছেলে ও স্বামীর ৩৫৪ শতাংশ জমি জব্দ

ছবি : সংগৃহীত

শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। তাই অনুসন্ধান চলাকালীন জমি জব্দের প্রয়োজনীয়তা দেখা দেয়।

একই দিনে আরেক ঘটনায় ইউসিবি ব্যাংকের ৭০৫ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের শেয়ার হস্তান্তর ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

তাঁর বিরুদ্ধে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে, যার মধ্যে অনেক ঋণ বেনামি কোম্পানির মাধ্যমে নেওয়া হয়েছে।

আদনান ইমাম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে তাঁর ব্যাংক হিসাব জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক ও বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট। তাঁর স্ত্রী, বাবা-মার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

তাঁর দৃশ্যমান খেলাপি ঋণ ছাড়াও বেনামি প্রতিষ্ঠানের নামে নেওয়া ১,০৩৩ কোটি টাকার গোপন ঋণ বর্তমানে নানা মামলার আওতায় রয়েছে।

এদিকে ১৫ কোটি টাকা মূল্যের একটি গাড়িও জব্দ করা হয়েছে ঋণের দায়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন