BETA VERSION মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া
  • ভিডিও

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ এএম

Swapno

আইন-আদালত

রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‌্যাব

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম

রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‌্যাব

রাজপথে যখন দূর্বার আন্দোলন দমানো যায়নি, তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র‍্যাব বাহিনী। যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এতে হতাহত হয় বেশ, প্রাণ যায় অনেকের। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি।

হেলিকপ্টার থেকে জনতার ওপর গুলি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ।

প্রকাশিত একটি অডিওতে একজন অজ্ঞাত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে শোনা যায়, যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে... আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেয়া আছে... এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে। এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে।

রাজপথ থেকে গুলি করেও যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি, তখন আকাশপথ বেছে নেয় শেখ হাসিনা সরকার। ১৯ জুলাই র‍্যাবের হেলিকপ্টার টহল দেয় রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরা, বাড্ডা, রামপুরাও মোহাম্মদপুরের আকাশে। গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সেদিন মিছিলে গুলিবিদ্ধ হয় মাদরাসা ছাত্র জুবাইদ হোসেন ইমন। তার মা জানায়, ওপর থেকে আসা একটি গুলি ইমনের মাথায় লেগে বেরিয়ে যায় মুখের চোয়াল দিয়ে।

ইমনের মা বলেন, ওই সময় হেলিকপ্টারটা ছিল। আমার বাচ্চা যখন মানুষের সঙ্গে স্লোগান দিয়েছে তার পাশাপাশিই গুলিটা করে। গুলিটা মাথা দিয়ে লেগে মুখের চোয়ালের নিচ দিয়ে বের হয়েছে। এটা ছিল র‌্যাবের গুলি।

ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ইমন মা-বাবা। কিন্তু, রক্তাক্ত জুলাইয়ে সন্তান হারিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ফিরে গেছে পরিবারটি।

তিনি আরও বলেন, খুব ইচ্ছা ছিল, আমি ঢাকা আসছি বাচ্চাগুলো মানুষ করার জন্য। যেহেতু আজকের আমার বাচ্চাকে এদেশে হারিয়েছি এখন এখানে থাকলেই বাচ্চার স্মৃতি মনে পড়ছে। এজন্য আমি কবরটার কাছে গিয়ে পড়ে আছি। অন্তত জীবিত তো তাকে আর দেখতে পারব না, ঘুম থেকে উঠে তার কবরস্থানটা আমি দেখতে পারব।

তবে, জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে র‍্যাব। বাহিনীটি বলছে, ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করছে র‍্যাব। ৫ আগস্টের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানায় তারা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যে, মানবাধিকার সংরক্ষণ করে এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকেই র‌্যাব এখন আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারছে।

পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন, র‍্যাবকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তাই এই বাহিনীকে একটি কমিশনের অধীনে পরিচালনার পরামর্শ তার।

সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল-আজাদ চৌধুরী বলেন, বিভিন্ন উন্নত দেশ, তারাও চাচ্ছে র‌্যাবের একটা ব্যাপক সংস্কার, সংশোধন। সে কার্যক্রম পুলিশ সদরদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছেন। নাম পরিবর্তন বা কার্যপরিধি পরিবর্তন করা, সাংগঠনিক পরিবর্তন সবকিছু হয়ে যাবে। হয়ে গেলে তারা ব্যাপক জনকল্যাণমুখী একটি বাহিনী হয়ে যাবে। আগের যে বদনাম তা আর থাকবে না।

হাসিনা আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ছিল র‍্যাব। তার ওপর জুলাই হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকায় আস্থার তলানীতে বাহিনীটির ইমেজ। তবে, মানুষের আস্থা ফেরাতে নতুন আঙ্গিকে পথ চলার চেষ্টায় বাহিনীটি।

আন্দোলন দমানো হাসিনা সরকার

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com