
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
পঞ্চগড় ডেইরি হাবে সেনাবাহিনীর অভিযান

পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

ছবি- যুগের চিন্তা
পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া এলাকায় ডেইরি হাব নামে একটি তরল দুধ প্যাকেট জাত করণ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্পের একটি শহর টহল দল ও পুলিশ প্রশাসন ।
শুক্রবার (১৮ জুলাই) রাতে ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান এর নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই,বৈধ কাগজ পত্র না থাকা ও অপরিচ্ছন্নতার দায়ে প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরে এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান ,পঞ্চগড় খাদ্য অধিদপ্তরের পরিচালক জয়ধর শাহার বৈধ কাগজপত্র না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডেইরি হাবের মালিক সোলেমান আলীকে ৪৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় ।
এসময় উক্ত ডেইরি হাবে পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৈধতার জন্য খাদ্য অধিদপ্তর ও বি এস টি আই এর অনুমোতিক্রমে দুধ প্যাকেট জাত করে বাজারে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যাথায় কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়। এসময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আল আমিন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন,মাদক ও মব সৃস্টিকারীর বিরুদ্ধে সেনাবাহিনী সদা প্রস্তত। তথ্য দিয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি ৷