Logo
Logo
×

আইন-আদালত

বিচারপতি নিয়োগে প্রথমবার ভাইভা

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

বিচারপতি নিয়োগে প্রথমবার ভাইভা

ছবি-সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে আইনজীবীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হলো। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ আইনজীবী। আর এ পরীক্ষায় অংশ নেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়ালয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এর আগে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। তবে এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

জানা গেছে, গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ- ২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়ালয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে।

পদাধিকারবলে কাউন্সিলের পাঁচ সদস্য হলেন— কাউন্সিলের চেয়ারপারসন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি (বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়), বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন