
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে ১২ মামলায় চার্জশিট

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

ছবি - সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।
চার্জশিটকৃত ৩টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলাই শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন।
রুজুকৃত অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য বলা হয়েছে।