
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
অন্যের স্ত্রীকে বিয়ের মামলায় আত্মপক্ষ সমর্থনে নির্দোষ দাবি ক্রিকেটার নাসির-তামিমার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

ছবি: সংগৃহীত
অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন। সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তারা হাজির হয়ে এই বক্তব্য দেন।
আদালত এদিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনান। পরে বিচারকের প্রশ্নে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিপক্ষ জানান, আগামী তারিখে তারা লিখিত ব্যাখ্যা প্রদান করবেন, নিজেরাও সাক্ষ্য দেবেন এবং কয়েকজন সাফাই সাক্ষীকেও আদালতে হাজির করবেন। আদালত পরবর্তী সাফাই সাক্ষ্যের শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেছেন।
মামলার পটভূমিতে জানা যায়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন, যদিও মামলার তৃতীয় আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
রিভিশন আবেদনের পর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত সুমি আক্তারের অব্যাহতির আদেশ বহাল রাখেন এবং নাসির-তামিমার বিরুদ্ধে বিচার অব্যাহত রাখার সিদ্ধান্ত দেন। গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ১০ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়।