Logo
Logo
×

আইন-আদালত

মহেশখালীতে ‘পুলিশের কাছ থেকে লুট হওয়া’‘ পিস্তল ও গুলিসহ ডাকাত আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

মহেশখালীতে ‘পুলিশের কাছ থেকে লুট হওয়া’‘ পিস্তল ও গুলিসহ ডাকাত আটক

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারের মহেশখালীতে ‘পুলিশের কাছ থেকে লুট হওয়া’ বিদেশি পিস্তল ও গুলিসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।  আটক আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।

লে.কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, শুক্রবার ভোরে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন অবস্থান করার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক বিক্ষিপ্তভাবে গহীন পাহাড়ের দিকে পালাতে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ২ টি গুলি পাওয়া যায়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ উদ্ধার বিদেশি পিস্তলের তৈরীর মডেল ও অস্ত্রটির গায়ে খোদাই করা লেভেল পর্যালোচনা করে জানা গেছে, এটি পুলিশের ব্যবহৃত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশি এই পিস্তলটি গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পুলিশ কাছ থেকে অথবা থানা থেকে লুট হয়ে থাকতে পারে। “

পুলিশের কাছে হস্তান্তরের পর অস্ত্রটি কোথাকার ও কোন থানার নিশ্চিত হওয়া যাবে বলে জানান, লে.কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন