Logo
Logo
×

আইন-আদালত

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এসব অ্যাকাউন্টে মোট শেয়ারের মূল্য ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা।

দুদকের পক্ষ থেকে উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে আবেদন করে জানান, মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা এসব অ্যাকাউন্ট থেকে অর্থ নগদায়ন বা স্থানান্তরের চেষ্টা করছেন। এতে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করা জরুরি হয়ে পড়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন