সাবেক মন্ত্রী ফারুক খানের চিকিৎসার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ কাল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম
ছবি - সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের চিকিৎসার বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল বুধবার।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই বিষয়ে আদেশের জন্য এই দিন রাখেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৪ জুন শুনানিতে ফারুক খানের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেছিলেন, তাঁর মক্কেলকে (ফারুক খান) সবশেষ ২০ এপ্রিল ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তখন তিনি একা একাই চলতে পেরেছেন। কিন্তু এখন তিনি একা চলাফেরা করতে পারেন না। তাঁর অবস্থার অবনতি ঘটেছে।
সম্মিলিত সামরিক হাসপাতালে ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।



