
প্রিন্ট: ১০ অক্টোবর ২০২৫, ১১:২৬ পিএম
বগুড়ায় যুবক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
-686bb1d90466b.jpg)
ছবি-সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ভোরে শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম জোবায়ের (৩০)। তিনি শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,জোবায়ের নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর ৭ জুলাই ভোরে র্যাবের একটি দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। জোবায়েরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।