নারায়ণগঞ্জ ক্লাবে হামলার বাদী ছিলেন সশস্ত্র মহড়ায়
স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম
ছবি-যুগের চিন্তা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে গুলি, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর লুটপাট করে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় ৪৬জনের নাম উল্লেখ ও আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
২০২৫ সালে ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলন দমাতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণের সময় এবার সেই মামলার বাদী রঞ্জন কুমার রায় সুমন এর ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে নতুন করে বির্তকের জন্ম দিয়েছে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম যখন প্রকাশ্যে রিভালবার দিয়ে ছাত্র জনতার উপর গুলি ছুড়ছিলো তখন সেই শাহ নিজামের পাশে অবস্থান নিতে দেখা গেছে নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমনকে।
সম্প্রতি জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে পারভেজ আসিফ উৎস নামের একজন ফটোগ্রাফার তার নিজের ফেসবুক আইডিতে সে সময়কার কিছু ছবি পোস্ট করেন।
ওই ছবিগুলো সাবেক এমপি শামীম ওসমান, শাহ নিজাম, ছাত্রলীগের রাফেলসহ অনেককেই অস্ত্র হাতে দেখা গেছে। শাহ নিজামের হাতে রিভলবার দিয়ে গুলি ছুড়ার সময় পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রঞ্জন কুমার রায় সুমনকে।



