Logo
Logo
×

আইন-আদালত

বরিশালে জাপা কার্যালয় ভাঙচুর : নুরু-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

Icon

বরিশাল প্রতিনিধি :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

বরিশালে জাপা কার্যালয় ভাঙচুর : নুরু-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

ছবি - সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনের এ মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে। 

মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক এমএ জলিল বলেন, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মী নগরে ফকিরবাড়ি সড়কে জাপার কার্যালয় ভাঙচুর করেন। ঘটনার পর দলটির নেতাকর্মী থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। 

জলিল জানান, বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। এ সময়ে দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি কাগজপত্র গ্রহণ করেন। মামলায় নুর, রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পদাক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জন নামধারী ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। 

তবে কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান রাত ৮টায় জানান, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র তিনি পাননি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাবেন।

গত ৩১ মে নগরীতে জাপার মিছিলে হামলা করে গণঅধিকার পরিষদ। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেদম মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন