
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
অর্থ আত্মসাৎ : ঢাকা বারের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

ছবি - সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন
ঢাকা আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (২৯ জুন) ঢাকা মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির পক্ষে এ আবেদন করেন সমিতির সহসাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম অপু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এজাহার পর্যালোচনাসাপেক্ষে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার অভিযুক্তরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন ও সাবেক ট্রেজারার মো. ওমর ফারুক।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪-২৫ মেয়াদে ক্ষমতায় থাকাকালীন পারস্পরিক যোগসাজশে অ্যানেক্স ভবন-৩ ও ৪ নির্মাণকালে ১১ লাখ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০-এর ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় এ মামলা করা হয়।
মামলায় অভিযুক্তরা প্রত্যেকেই আওয়ামীপন্থি সাদা প্যানেল থেকে নির্বাচিত হন।