
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম
উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৬:২৪ পিএম

ছবি-যুগের চিন্তা
কক্সবাজারের উখিয়া সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ পাচারকারি দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুর ২ টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হাজমপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম।
আটকরা হলো, উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত খায়রুল বাশারের স্ত্রী গোলজাহার বেগম (৩৩) এবং একই এলাকার কামাল হোসেনের স্ত্রী কুলসুমা আক্তার (২৯)।
খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের হাজমপাড়া সীমান্তে অভিযান চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ নারীকে আটক করতে সক্ষম হলেও সাথে থাকা ব্যাগটি ফেলে দিয়ে অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে তল্লাশী করে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি খুলে পাওয়া যায় ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।