Logo
Logo
×

আইন-আদালত

জবি : বাসে র‍্যাগিং হলে আইনি ব্যবস্থা

Icon

জবি প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৪৯ এএম

জবি : বাসে র‍্যাগিং হলে আইনি ব্যবস্থা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী ছাত্রছাত্রী র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীর আগমন উপলক্ষে সম্প্রতি নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছে না। এ ধরনের কার্যক্রম র‍্যাগিং-এর পর্যায়ে পড়ে। যা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। পরে এ ধরনের কার্যক্রম অর্থ্যাৎ র‍্যাগিং-এর সঙ্গে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী বাসে আসা-যাওয়া করেন। কিন্তু বাসে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্তা করা হচ্ছে। এরই মধ্যে আমরা দুটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা বিজ্ঞপ্তিসহ ক্যাম্পাসে বাসেও র‍্যাগিং বন্ধের ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই বাস এবং ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ হোক। যদি এ ধরনের অভিযোগ প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন