
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম
বিদেশে এস আলম চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এসব সম্পদের তালিকা উপস্থাপন করে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
আদেশ অনুযায়ী, সাইপ্রাসের লিমাসল জেলায় সাইফুল আলমের নামে থাকা একটি দোতলা আবাসিক ভবন জব্দ করা হয়েছে। পাশাপাশি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সাইফুল আলম ও তার স্ত্রীর নামে থাকা ১৮টি কোম্পানির শেয়ার এবং অতিরিক্ত ৭টি কোম্পানির শেয়ার ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে হাজেল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড ও পিকক প্রপার্টি হোল্ডিংস লিমিটেড এস আলম পরিবারের মালিকানাধীন।
এছাড়া ব্রিটিশ রাজতন্ত্রের অধীন জার্সি দ্বীপে প্রতিষ্ঠিত ছয়টি ট্রাস্টের স্থাবর ও অস্থাবর সম্পদও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ট্রাস্টগুলোর মধ্যে ‘ম্যাপল ট্রাস্ট’-এ মালয়েশিয়ার রেনেসাঁ হোটেল ও ফোর পয়েন্টস বাই শেরাটনে প্রায় ২১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম ও তার স্ত্রী বিদেশে অবৈধভাবে অর্জিত অর্থে এসব সম্পদ গড়ে তুলেছেন এবং সেগুলো হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়ে।