
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে আদালতের নির্দেশ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
-685976cc48c4e.jpg)
ছবি-সংগৃহীত
বিশুদ্ধ পানি সরবরাহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার সব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ জুন) রুলসহ এই আদেশ দেন।
দূষণ রোধে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ও সচিবকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালেকুজ্জামান সাগর। ঢাকা ওয়াসার পানির দূষণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।