
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম
বগুড়ায় হত্যাসহ বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:১০ পিএম

ছবি-যুগের চিন্তা
বগুড়ার শাজাহানপুরে হত্যাসহ বিস্ফোরক মামলার আসামি মোল্লা আহমেদ তারিক আজাদ (পলাশ) গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং চুপিনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান। রবিবার রাত একটার দিকে চুপিনগর দক্ষিণপাড়া এলাকায় নিজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারিক আজাদ চুপিনগর দক্ষিণপাড়ার বাসিন্দা । তিনি মৃত তোজাম্মেল হোসেন মোল্লার ছেলে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন,তারিক আজাদের বিরুদ্ধে ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় হত্যা,হত্যাচেষ্টা,মারধর,অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।