
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৭:০৮ এএম
সুপ্রিম কোর্ট খুলছে রবিবার

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:১৩ পিএম

ছবি-সংগৃহীত
ঈদুল আজহার ছুটি ও অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রবিবার (২২ জুন) সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।
ইতোমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদে।
প্রধান বিচারপতির নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ২৮টি দ্বৈত এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।
অবকাশের মধ্যেও হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে বিচারকাজ চলমান ছিল। সূত্র অনলাইন