
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম
হাইকোর্টের ১৪ বেঞ্চ স্থানান্তর

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৩২ পিএম

ছবি-সংগৃহীত
সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে ১৪টি হাইকোর্ট বেঞ্চ এনেক্স ভবন ও মূল ভবনের বিভিন্ন এজলাস কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড.আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়,যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট, অ্যাডমিরালটি, কোম্পানি ও ফৌজদারি মোশন এখতিয়ারসম্পন্ন বেঞ্চসমূহ বিজয়-৭১ ভবনের বিভিন্ন এজলাস কক্ষে অবস্থিত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বেঞ্চসমূহ বিজয়-৭১ ভবন থেকে অ্যানেক্স ও মূল ভবনে স্থানান্তরের জন্য প্রধান বিচারপতি বরাবর দরখাস্ত দেওয়া হয়।
দরখাস্তে উল্লেখ করা হয়, বিজয়-৭১ ভবনটি আইনজীবী সমিতি ভবন হতে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে ও ভবনে লিফট অপ্রতুলতার কারণে আইনজীবীগণ বিশেষ করে প্রবীণ ও মহিলা আইনজীবীগণ যথাসময়ে আদালতে হাজির হতে পারছেন না বিধায় বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে বিচারপ্রার্থীগণ সঠিক সময়ে বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছেন। পরবর্তী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দরখাস্তটি নিষ্পত্তির লক্ষ্যে মতামত প্রদানের জন্য "Judges' Committee for Supreme Court Estate Management, Preservation and Development" এ প্রেরণ করেন। সে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতি এজলাস স্থানান্তরের নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশ ২২ জুন থেকে কার্যকর হবে।
প্রধান বিচারপতির এই নির্দেশনা বাস্তবায়নের পর্যায়ক্রমিক অংশ হিসেবে বিচারপতি রেজাউল হাসানের রিট বেঞ্চ বিজয়-৭১ ভবনের ৯ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১০ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো.হাবিবুল গনির রিট বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ৩নম্বর এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ৭ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি জে বি এম হাসানের ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ৭ নম্বর এজলাস (চতুর্থ তলা) থেকে এনেক্স ভবনের ১৩নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর রিট বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১নম্বর এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ২৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের রিট বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১২নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১৪নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর কোম্পানি ম্যাটারের বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১৪নম্বর এজলাস (ষষ্ঠ তলা) থেকে মূল ভবনের ২৫নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১১নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ৩নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ৮নম্বর এজলাস (চতুর্থ তলা) থেকে এনেক্স ভবনের ৮নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
মো.কামরুল হোসেন মোল্লার ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১৫নম্বর এজলাস (ষষ্ঠ তলা) থেকে এনেক্স ভবনের ১৬নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো.আতোয়ার রহমানের ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ২৭নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ২৫নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের রিট বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ১০নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ২৬নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের ফৌজদারি বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ২৫ নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ১নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি ফাহমিদা কাদেরের রিট বেঞ্চটি বিজয়-৭১ ভবনের ২০নম্বর এজলাস (সপ্তম তলা) থেকে এনেক্স ভবনের ১২ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
এছাড়া, বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর কোম্পানি ম্যাটারের বেঞ্চটি এনেক্স ভবনের ৩৪ নম্বর এজলাসে বসবে। সূত্র অনলাইন