
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম
আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস সাত্তার গ্রেফতার

নরসিংদী প্রতিবেদক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
-6854205873489.jpg)
ছবি-যুগের চিন্তা
আওয়ামী লীগ নেতা রায়পুরা উপজেলার সহসভাপতি হাজী আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে নরসিংদী সদর থানা পুলিশ।
বুধবার গভীর রাতে নরসিংদী শহরের টাওয়াদি এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রায়পুরা উপজেলা আওয়ামীরলীগের সহসভাপতি ছাড়াও নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ১৬ বছর।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, তার বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার নরসিংদী সদর থানা থেকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।