
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম
ফজলে করিম চৌধুরীকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

ছবি -সংগৃহীত
বৃহস্পতিবার (১৯ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদালত সূত্র জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ের ঘটনায় কোতোয়ালি ও সদরঘাট থানায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি ফজলে করিম। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এদিন আসামিকে এলইডি স্ক্রিনে ভার্চুয়ালি আদালতে সংযুক্ত করা হয়।
এ সময় ফজলে করিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি রাউজানের এমপি দাবি করে বলেন,চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার কোনো ঘটনার সঙ্গে জড়িত নই।
গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায় ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার’ সময় তাকে আটক করা হয়।
আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।
হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।