
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৬:৪২ এএম
হানি ট্র্যাপে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই কীর্তি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
-6853c20fed31c.jpg)
ছবি-সংগৃহীত
হানি ট্র্যাপের মামলায় পলাতক ছিলেন ইনফ্লুয়েন্সর কীর্তি প্যাটেল। অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করেছে ভারতের আমমেদাবাদ পুলিশ।
কীর্তির বিরুদ্ধে এক নির্মাতাকে হানি ট্র্যাপে আটকে রেখে কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২ জুন মামলা হয়েছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হানি ট্র্যাপের মামলায় দীর্ঘ ১০ মাস ধরে পলাতক ছিলেন গ্রেপ্তার তরুণী। এক নির্মাতাকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কীর্তিকে।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ১৩ লাখ ভক্ত-অনুসারী থাকা কীর্তি গত ১০ মাস ধরে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ মাসে বিভিন্ন সময় লোকেশন পরিবর্তন করেছেন তিনি।