
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৪:১৯ এএম
র্যাবের সেই সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
-6852970b26284.jpg)
ছবি-সংগৃহীত
অপহরণ ও গুমের অভিযোগে করা মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রডাকশন ওয়ারেন্ট মূলে সোহায়েলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপহরণ ও গুমের মামলায় ১৮ জুন সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করতে গত ১৫ এপ্রিল আদেশ দেওয়া হয়েছিলো। সে অনুযায়ী বুধবার (১৮ জুন) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সেই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দেন।
ট্র্যাইব্যুনালে প্রসিকিউটসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সোহায়েলের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
২০১০ সাল থেকে দুই বছর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন সোহায়েল।