সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর : বিক্ষোভ
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি- যুগের চিন্তা
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলায় বিভিন্ন মেয়াদে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক আনোয়ারুল কবির পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৯ টায় আদালতে তোলা হয় জাফরকে। এসময় সেখানে কোন বিশৃঙ্খলা তৈরি হয়নি। পরে তাকে কক্সবাজার কারাগারে নেওয়া হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য জাফরের মুক্তির দাবিতে চকরিয়া আদালত চত্বরের সামনের সড়কের মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন জয়নাল।



