সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সজল মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।
আজ বুধবার (১৮ জুন), নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদির শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ পক্ষ থেকে সজল হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিন মঞ্জুর করেন।
বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকা আইভী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া, যিনি স্থানীয় একটি জুতার কারখানার শ্রমিক ছিলেন। এ ঘটনায় নিহতের মা রুনা বেগম ১৬ মে ২১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন, যার মধ্যে সেলিনা হায়াৎ আইভীর নামও রয়েছে।
এর আগে ৯ মে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা আরও ছয়টি মামলায়ও তার নাম রয়েছে।



