Logo
Logo
×

আইন-আদালত

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬২৮

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬২৮

সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫৫৭ জনকে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫৭ জনসহ মোট ১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি একনলা বন্দুকের ব্যারেল, শটগানের গুলির খোসা ৪০টি, ১টি ড্যাগার, ৬টি ফালা, ৪টি তলোয়ার, ১টি ওয়ান শুটারগান, ২টি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ৬ রাউন্ড শটগানের কার্তুজ, ৩টি ককটেল এবং ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন