
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:৪১ এএম

ছবি- সংগৃহীত
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ বিজ্ঞপ্তি জারি করেন, যা দেশের দুটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তারা যদি আত্মসমর্পণ না করেন, তবে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে।
এর আগে, গতকাল সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনাল পলাতক দুই আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।গত ১ জুন এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
প্রসিকিউটর তাজুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার এবং মিজানুল ইসলাম ওইদিন আদালতে অভিযোগপত্র পড়ে শোনান, যা বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
এর আগে, গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করে, গত বছরের জুলাই-আগস্টের গণহত্যার প্রধান পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো, পরিকল্পিত হত্যা ও দমন অভিযানের জন্য শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। আন্দোলন ঠেকাতে সরকারি বাহিনীর অভিযানে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।