Logo
Logo
×

চাকরি

মৎস্য অধিদপ্তরের ৬১১৩ পদে পরীক্ষার সূচি প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

মৎস্য অধিদপ্তরের ৬১১৩ পদে পরীক্ষার সূচি প্রকাশ

ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ৩ ক্যাটাগরি পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। মোট ৬ হাজার ১১৩ জন প্রার্থী অংশ নেবেন এই বাছাই পরীক্ষায়।

সময়সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক, সহকারী মৎস্য কর্মকর্তা ও মৎস্য জরিপ কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি পদের পরীক্ষা ২০ জানুয়ারি পৃথক ৫ কেন্দ্রে বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষার মান বণ্টনের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে (বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় (প্রাণিবিদ্যা)-৪০) এবং মৎস্য জরিপ কর্মকর্তা পদে (বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় (গণিত ও দৈনন্দিন বিজ্ঞান)-৪০) ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোনো প্রার্থী ‘সহকারী মৎস্য কর্মকর্তা বা সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক বা মৎস্য জরিপ কর্মকর্তা’-এর একাধিক পদে আবেদন করলে, তিনি যেকোনো একটি পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য পদের বাছাই পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। তবে প্রার্থী যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাকে সেই পদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অন্যথায় তিনি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন