Logo
Logo
×

চাকরি

৪৭তম বিসিএসের প্রিলি আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম

৪৭তম বিসিএসের প্রিলি আজ

ফাইল ছবি

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হয়, যা সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। নির্ধারিত সময়ের পর আর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

আজ সকাল ১০টায় শুরু হবে এ পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

রাজধানীর আজিমপুর ও হাজারীবাগ সরকারি কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৮টার পর থেকেই পরীক্ষার্থীরা প্রবেশ শুরু করেন। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে সাড়ে ৮টার পরও কেউ কেউ বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কেন্দ্রের ভেতর থেকে মাইকিং করে বারবার জানানো হচ্ছিল, পরীক্ষার্থীদের মধ্যে যারা বাইরে অবস্থান করছেন তারা দ্রুত কেন্দ্রে প্রবেশ করুন। সাড়ে ৯টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন